এএইচজেড–এমআইই পাথওয়েজের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হলো শিক্ষা মেলা
জ্ঞান অর্জন ও দক্ষতা বাড়াতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা সরবরাহকারী সংস্থা এমএইচ গ্লোবালের উদ্যোগে দেশে শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দ্য ওয়েস্টিন হোটেলে এই মেলা অনুষ্ঠিত হয়।
এএইচজেড, এমআইই পাথওয়েজ, এমআইই ইংলিশ একাডেমিসহ এই মেলায় আরও অংশ নেয় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হাল, কেলে ইউনিভার্সিটি ও বাঙ্গোর ইউনিভার্সিটি। এ ছাড়া অন্যান্য স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও সহস্রাধিক শিক্ষার্থী মেলায় অংশ নেন।
দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ক্যারিয়ার পরিকল্পনা, নেটওয়ার্কিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সহায়তা পেয়েছেন। সঠিক কোর্সের সঙ্গে সঠিক বিশ্ববিদ্যালয় বেছে নিতে এবং দ্রুত অফার লেটার পেতে তাঁদের সহায়তা করেছেন বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রতিনিধিরা।
আয়োজনের অন্যতম আকর্ষণীয় দিক ছিল এইচএসসি, এ-লেভেল এবং ও–লেভেলের শিক্ষার্থীরা, যাঁরা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তাঁদের জন্য সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড পর্যন্ত স্কলারশিপ জেতার দারুণ সুযোগ রয়েছে।
এমএইচ গ্লোবাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ইভেন্টে অংশগ্রহণ করে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে আগ্রহী শিক্ষার্থীরা ৫০ শতাংশ বৃত্তিতে ফাউন্ডেশন প্রোগ্রামে আবেদনের সুযোগ এবং আইইএলটিএসের প্রস্তুতিমূলক কোর্সে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।