ঢাকার বিভিন্ন রাস্তায় যান চলাচল কম

রাজধানীতে আজ সোমবার সকালে বিভিন্ন এলাকায় যান চলাচল কমছবি: প্রথম আলো

রাজধানীতে আজ সোমবার সকালে বিভিন্ন এলাকায় যান চলাচল কম। মহাখালী, বনানী, সাতরাস্তা, ইসিবি চত্বর, মিরপুর ১০ নম্বর , সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, শ্যামলী, কলাবাগান, ফার্মগেট, ধানমন্ডির বিভিন্ন রাস্তায় সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত যান চলাচল খুবই কম দেখা গেছে।

এসব রাস্তায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা সীমিত পরিমাণে চলতে দেখা গেছে। গণপরিবহন নেই বললেনই চলে।

আমাদের প্রতিবেদক জানান, মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পশ্চিম দিকে ফায়ার সার্ভিসের সামনের রাস্তার একপাশ বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকপাশ খোলা আছে। ওই এলাকায় সেনাবাহিনীর অবস্থান দেখা গেছে। বিভিন্ন জায়গায় বালুর বস্তা রেখে তাঁদের অবস্থান নিতে দেখা গেছে। এই রাস্তায় যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি গাড়ি চলতে দেওয়া হচ্ছে।

সায়েন্স ল্যাব এলাকা থেকে আমাদের প্রতিবেদক জানান, সেখানে যান চলাচল খুবই কম। সায়েন্স ল্যাব থেকে বেশ কয়েকজনকে পুলিশের গাড়িতে নিয়ে যেতে দেখা গেছে।

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করছে। এর পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কারফিউ জারি করেছে সরকার। এটি গতকাল রোববার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হয়েছে। এ ছাড়া আজ থেকে দেশে তিন দিনের (৫, ৬ ও ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।