হালুয়াঘাটে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে পশ্চিম পাবিয়াজুড়ি গ্রামের বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
এই দুই শিশু হলো উপজেলার পশ্চিম পাবিয়াজুড়ি গ্রামের অটোচালক বাহারুল ইসলামের ছেলে জিহান মিয়া (৪) ও একই গ্রামের ইটভাটার শ্রমিক হুমায়ুন কবিরের ছেলে মো. মোজাহিদ (৪)।
পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টায় জিহান ও মোজাহিদ বাড়ির পাশে একটি মাঠে খেলতে যায়। সেখানে তারা একটি ডোবায় পড়ে যায়। দুপুর সাড়ে ১২টায় জিহানের লাশ পানিতে ভাসতে দেখেন এলাকার লোকজন। তার লাশ উদ্ধার করা হয়। পরে মোজাহিদুলের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় এলাকায় শোকাবহ অবস্থা।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, উদ্ধার দুই শিশুর সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্ত না করতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা করা হয়েছে।