হঠাৎ বৃষ্টিতে ভোটারদের ছোটাছুটি, ভোগান্তি
ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা। সারিতে দাঁড়ানো শত শত নারী ভোটার। ভোটারদের সেই সারি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ছড়িয়ে গেছে বাজার পর্যন্ত। এর মধ্যে হঠাৎ বৃষ্টি নামে। শুরু হয় ভোটারদের ছোটাছুটি। আবার কেউ কেউ বৃষ্টির মধ্যেই ঠায় দাঁড়িয়ে থাকেন লাইনে। এমন ভোগান্তি দেখা গেল কুমিল্লা সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের থিরাপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তপন কুমার দাস বলেন, এটি নারীদের কেন্দ্র। ভোটার উপস্থিতি অনেক। হঠাৎ বৃষ্টি আসায় ঝামেলায় পড়েছেন ভোটাররা।
কুমিল্লা নগরের হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়, বড় পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪নং ওয়ার্ডের মুরাদপুর অহিদউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বৃষ্টির মধ্যে ভোটার সারিতে ছিলেন নারী-পুরুষ।
কাটাবিল মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের সামনে বৃষ্টিতে ভিজে নৌকার ভোটারদের কেন্দ্রে ঢুকাচ্ছিলেন আমজাদ হোসেন নামের এক কর্মী। তিনি বলেন, ‘দলের জন্য খাটছি। বৃষ্টি কিছু না।’
আজ বুধবার সকাল পৌনে ১০টায় প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ঝুম বৃষ্টি চলছিল।
কুমিল্লা জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া বলেন, ‘আজ বৃষ্টি হবে। আজ আষাঢ়ের প্রথম দিন।’