স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কক্ষ থেকে টেকনোলজিস্টের লাশ উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন থেকে এক মেডিকেল টেকনোলজিস্টের লাশ উদ্ধার হয়েছে। তাঁর নাম মনিরা কামাল (২২)। এটি হত্যা নাকি আত্মহত্যা পুলিশ ও স্বজনেরা প্রাথমিকভাবে তা জানাতে পারেননি।
পুলিশ ও মনিরার পরিবার সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ১০টার দিকে আবাসিক ভবনের তিনতলার একটি নির্জন কক্ষ থেকে মনিরার লাশ উদ্ধার করা হয়। লাশটি জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে প্যাঁচানো ছিল। মনিরার পা কক্ষের মেঝেতে থাকায় এটি আত্মহত্যা নয় বলে ধারণা করছেন স্বজনেরা।
মনিরা কামালের পৈতৃক বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জে। তাঁর স্বামী জিয়াউল হাসান নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত। মনিরার ১১ মাস বয়সী এক কন্যাসন্তান আছে। বাবা-মা ও সন্তানকে নিয়ে তিনি মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের দোতলায় থাকতেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারিতে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন মনিরা। চট্টগ্রাম থেকে বিশেষ কাজের ওপর প্রশিক্ষণ শেষে গতকাল শুক্রবার রাত তিনটার দিকে বাসায় ফেরেন। এ সময় তাঁকে খুব হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত দেখা গেছে।
স্বজনেরা আরও জানান, বাসায় আসার কিছুক্ষণ পর তিনি শুয়ে পড়েন। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে পরিবারের লোকজন তাঁকে বাসায় না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে ওই আবাসিক ভবনটির তিন তলার একটি খালি কক্ষে গিয়ে মনিরাকে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান।
মনিরার ছোট বোন মরিয়ম আক্তার বলেন, গত কয়েক দিন ধরে তাঁর বোন দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তবে এ ব্যাপারে কাউকে কিছু জানাননি। তাঁর (মনিরা) সঙ্গে কারও শত্রুতা বা বিবাদ আছে কি না জানেন না। তাঁর বোন আত্মহত্যা করার মতো মেয়েও না।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত হবে।
ওসি বলেন, ওই নারীর দুটি পা কক্ষের মেঝেতে লাগানো ছিল। এতে রহস্য তৈরি হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তে বেরিয়ে আসবে।