সুন্দরবনে মৃত বাঘিনী উদ্ধার

সুন্দরবন থেকে উদ্ধার মৃত বাঘিনী
ছবি: সংগৃহীত

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে একটি বাঘিনীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার পর সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশনের ধানখালি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে বন বিভাগ।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক এম এ হাসান আজ সোমবার প্রথম আলোকে বলেন, জেলেরা মাছ ধরতে গিয়ে মরগাং নদীর ধানখালি এলাকায় দুর্গন্ধ পান। পরে দেখেন, একটি বাঘিনীর মরদেহ পড়ে আছে। বিষয়টি তাঁরা বন বিভাগকে জানান। ওই খবরের ভিত্তিতে গতকাল সন্ধ্যার পর মরদেহটি উদ্ধার করা হয়।

এই বন কর্মকর্তা জানান, বাঘিনীটি পাঁচ ফুট লম্বা। লেজসহ লম্বায় সাত ফুট। উচ্চতা চার ফুট। বাঘিনীটি বয়স্ক ও দুর্বল ছিল। শিকার ধরার জন্য ব্যবহৃত একটি দাঁত অনেকটা ক্ষয়ে গেছে। আর একটি দাঁত মাড়ির মধ্যে ঢুকে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিকার ধরতে না পেরে অভুক্ত থেকে দুর্বল হয়ে সপ্তাহ দুয়েক আগে এটি মারা গেছে। বাঘিনীর মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কলাগাছি এলাকায় রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্তের পর মাটিচাপা দেওয়া হবে।