সুনামগঞ্জে কোভিডে সাবরেজিস্ট্রারের মৃত্যু
করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সাবরেজিস্ট্রার মো. জাফর আহমেদের (৪২) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম বলেন, সাবরেজিস্ট্রার জাফর আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায়।
সুনামগঞ্জের সিভিল সার্জন মো. শামস উদ্দিন আহমদ বলেন, করোনার উপসর্গ দেখা দিলে গত ২৭ আগস্ট জাফর আহমেদ করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ২৯ আগস্ট তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর তাঁকে ঢাকার আসগর আলী হাসপাতলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৯ আগস্ট নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সুনামগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৫ জন। এর মধ্যে মারা গেছেন ২৩ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬৪ জন।