সীতাকুণ্ড বিস্ফোরণের ঘটনায় আরও একজনের দেহাবশেষ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে আরও একজনের দেহের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ডিপোর টিনশেড থেকে দেহাবশেষটি উদ্ধার করা হয়। এ নিয়ে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ৫১।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বিএম ডিপোর ভেতরে টিনশেড পরিষ্কার করতে গিয়ে একজনের দেহাবশেষ পাওয়া গেছে। শরীরের পুড়ে যাওয়া অংশবিশেষসহ মাথার খুলি পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য দেহাবশেষটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে এটা কার লাশ।
এর আগে গত সোমবার আরেকজনের দেহাবশেষ পাওয়া যায়।
গত ৪ জুন রাত সাড়ে নয়টার দিকে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড থেকে বিস্ফোরণ হয়। এ ঘটনায় আহত হয় দুই শতাধিক। ঘটনার পর পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ডিপো কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা করে। তবে মামলায় মালিকপক্ষকে আসামি করা হয়নি। এক মাস পার হলেও এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।