সিলেটে মঙ্গলবার থেকে পরিবহনশ্রমিকদের কর্মবিরতি

পরিবহন ধর্মঘটের ফাইল ছবি

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। চার দফা দাবি আদায়ে আগামী মঙ্গলবার সকাল ছয়টা থেকে সিলেট জেলায় এ কর্মবিরতি পালন শুরু হবে। গতকাল শনিবার রাতে এক বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

শ্রমিকদের দাবিগুলো হলো সড়ক দুর্ঘটনাজনিত মামলার ৩০৪ (খ) ধারায় চালককে জামিন প্রদান করা, ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট বাতিল করা, নতুন ও নবায়নের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে প্রদান এবং পুরোনো লাইসেন্স নবায়নের জন্য ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আবার চালু করা, সরকারি খাসজমিতে গাড়ি পার্কিংয়ের স্থান প্রদানের পাশাপাশি রং পার্কিং ও রেকারিং মামলা বন্ধ করা।

গতকাল রাতে সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সংগঠনের কার্যালয়ে শ্রমিকনেতারা জরুরি বৈঠক করেন। এতে সভাপতিত্ব করেন ধর্মঘট আহ্বানকারী সংগঠনের সভাপতি হাজী ময়নুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মুহিনের সঞ্চালনায় বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন কার্যকরী সভাপতি রনু মিয়া, সহসভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, কোষাধ্যক্ষ আবদুস শহীদ, প্রচার সম্পাদক হারিছ আলী, সদস্য আতিক মিয়া, শাহ রিপন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চার দফা দাবিতে এর আগে স্মারকলিপি প্রদান, মানববন্ধনসহ শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তখন দাবি আদায়ে ২০ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। দাবিগুলো পূরণ না হওয়ায় এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির আহ্বান করা হয়েছে। এ সময়ে কোনো পরিবহনশ্রমিক কাজে যোগ দেবেন না, গাড়ি চালাবেন না। দাবি মানা না হলে পরবর্তী সময়ে সিলেট বিভাগের সব পরিবহনশ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে বিভাগব্যাপী কর্মসূচি দেওয়া হবে।