সিলেটে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড অব কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। আজ মঙ্গলবার বিকেলের দিকে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. মাসুম আলম বকসী। তিনি জানান, কমিটির আহ্বায়ক হলেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ট্রান্সমিশন ২)-এর প্রধান প্রকৌশলী সাইফুল হক। কমিটির অন্য সদস্যরা হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি এম মিজানুর রহমান, মোহাম্মদ ফয়জুল কবির ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (শ্রীমঙ্গল) নির্বাহী প্রকৌশলী আব্বাস উদ্দিন।
এর আগে আজ বেলা পৌনে ১১টার দিকে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো সিলেট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।