সিলেটে ধর্ষণ মামলার আসামি ১৫ বছর পর গ্রেপ্তার
সিলেটের বিয়ানীবাজারে ২০০৬ সালে জিয়াউর রহমান নামে একজনের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। তিনি বিয়ানীবাজারের মাথিউরা পশ্চিম পাড়ার বাসিন্দা। এ ঘটনায় ওই সময় নির্যাতনের শিকার তরুণী বিয়ানীবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন। ঘটনার পর থেকে পলাতক জিয়াকে ১৫ বছর পর গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল রোববার রাত ১২টার দিকে সিলেটের গোলাপগঞ্জের আছিরগঞ্জ এলাকা থেকে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৬ সালে এক তরুণী জিয়াউর রহমানের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই তরুণী জিয়াউরের বাসায় কাজ করতেন। ধর্ষণের ঘটনায় অন্তঃসত্ত্বা তরুণী সন্তানের জন্ম দেন। বর্তমানে ওই সন্তানের বয়স প্রায় ১৪ বছর। তরুণীর মামলার পর থেকে জিয়াউর পলাতক ছিলেন। অবশেষে গতকাল রাত ১২টার দিকে বিয়ানীবাজার থানার উপপরিদর্শক রুমেন আহমদ ও সহকারী উপপরিদর্শক রতন মিয়াসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোলাপগঞ্জের আছিরগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ১৫ বছরের পলাতক জিয়াউর রহমানকে গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করেন। তাঁকে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।