সিলেটে দেড় মিনিটে দুই দফা ভূকম্পন

দুই দফা ভূকম্পনের পর আতঙ্কিত মানুষজন ভবনের বাইরে সড়কে চলে আসেন। আজ বিকেলে নগরের বারুতখানা এলাকায়
ছবি: প্রথম আলো

সিলেটে দেড় মিনিটের মধ্যে দুই দফা ভূকম্পন অনুভূত হয়েছে। এতে সিলেট নগরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পড়ে। আজ সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে ও ৬টা ৩০ মিনিটের দিকে দুই দফা ভূকম্পনে কেঁপে ওঠে সিলেট। এতে নগরের বিভিন্ন বিপণিবিতান ও আবাসিক ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেককে সড়কে অবস্থান করতে দেখা যায়।

এর আগে সিলেটে গত ৩০ মে ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে ও শনিবার সকাল এবং দুপুরে পাঁচ দফা ভূকম্পন অনুভূত হয়। সব কটির উৎপত্তিস্থল ছিল সিলেট অঞ্চলে।

নগরের কাজী ইলিয়াস এলাকার বাসিন্দা মনসুর উদ্দিন বলেন, হঠাৎই ভূকম্পনে আতঙ্কিত হয়ে তিনি চারতলা ভবন থেকে দৌড়ে বাড়ির নিচে নেমে আসেন। একই এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা সামসুল ইসলাম ও জ্যোৎস্না বেগম বলেন, ভূকম্পনে ভবনটি হঠাৎই কেঁপে ওঠে। এ সময় তড়িঘড়ি করে বাড়ির নিচে নামতে গিয়ে আরেক দফা কম্পন অনুভূত হয়। গতবারের মতো কয়েক দফা কম্পন হতে পারে চিন্তা করে ভবনে উঠতে ভয় পাচ্ছেন তিনি।

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যা ছয়টা ২৯ মিনিট ৩১ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেট অঞ্চলে। ঢাকা থেকে উত্তর-পূর্ব দিকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৮৮ কিলোমিটার। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৮।

সিলেটে সম্প্রতি কয়েক দফা ভূকম্পনের কারণে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরের ঝুঁকিপূর্ণ ২৪টি ভবনের তালিকা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে ভূমিকম্পের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরের অভ্যন্তরে তিনটি বিপণিবিতান বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন