সিলেটে তিন উপজেলায় কাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটের তিন উপজেলায় আগামীকাল বুধবার আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিলেটের পল্লীবিদ্যুৎ-২-এর দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার বেশ কয়েকটি এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ-২-এর কাশিপাকাপন আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ফয়েজ উল্লাহ।
সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর সূত্রে জানা গেছে, কাল সকাল আটটা থেকে সিলেটের ওসমানীনগরের কাশিকাপন সাবস্টেশন এবং বিশ্বনাথের রশিদপুর সাবস্টেশনের আওতাভুক্ত লাইনগুলোতে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। বিকেল চারটায় মেরামতকাজ শেষে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। বিষয়টি গ্রাহকদের জানিয়ে এসব এলাকায় মাইকিং করা হয়েছে।
সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর কাশিকাপন কার্যালয়ের ডিজিএম মো. ফয়েজ উল্লাহ বলেন, মেরামতকাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।