সিলেট স্টেশনে পানি ঢোকায় রেল যোগাযোগ বিচ্ছিন্ন, ট্রেনের রুট বদল
সিলেট রেলস্টেশনে পানি ঢুকে পড়ায় সারা দেশের সঙ্গে জেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সিলেট স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বিভিন্ন ট্রেনের যাত্রা বাতিল করে রুট পরিবর্তন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন এসব রুটে চলাচল করবে। আজ শনিবার রেলওয়ের ঢাকা অফিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে তারবার্তায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কুলাউড়া রেলস্টেশনের সহকারী মাস্টার রোমান আহমদ আজ বিকেল চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, টানা বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে সিলেট রেলস্টেশন প্লাবিত হয়েছে। সেখানে রেললাইন ডুবে গেছে। যোগাযোগ বিচ্ছিন্নের কারণে সিলেট স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বিভিন ট্রেন বাতিল করা হয়েছে।
সহকারী এই স্টেশনমাস্টার বলেন, সিলেট ও ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন সিলেটের পরিবর্তে মাইজগাঁও, সিলেট ও চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন ট্রেন কুলাউড়া, সিলেট ও ঢাকাগামী উপবন ট্রেন মাইজগাঁও, সিলেট ও ঢাকাগামী কালনী ট্রেন মোগলাবাজার এবং সিলেট ও চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেন কুলাউড়া রেলস্টেশনে আসা-যাওয়া করবে। এ ছাড়া সিলেট ও ঢাকাগামী সুরমা মেইল ট্রেন মোগলাবাজার স্টেশনে আসা-যাওয়া করবে।