সিরাজগঞ্জে বখাটেকে হত্যায় তিন বাবাকে যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়েদের উত্ত্যক্ত করায় ইয়াকুব মোল্লা (২০) নামের এক বখাটেকে হত্যার দায়ে তিন মেয়ের বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সালমা খাতুন এই রায় ঘোষণা করেন।

অপর একটি ধারায় এই তিন আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুরের খুকনী কান্দিপাড়া গ্রামের আবদুর রহিম (৫০), আবদুর রহমান (৪৮) ও খুশি আলম ওরফে সাইফুল ইসলাম (৪২)। রায় ঘোষণার সময় দুই আসামি উপস্থিত থাকলেও আবদুর রহমান পলাতক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শাহজাদপুর উপজেলার রুপনাই গাছপাড়া গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে ইয়াকুব মোল্লা তিন আসামির মেয়েদের উত্ত্যক্ত করতেন। ২০২০ সালের জানুয়ারি মাসে আসামিরা ইয়াকুবকে পরিকল্পিতভাবে শ্বাস রোধ করে হত্যা করেন। লাশ গুম করার জন্য উপজেলার খুকনী ইসলামপুর গ্রামের একটি শর্ষেখেতের মধ্যে ফেলে রাখা হয়।

এ ঘটনায় নিহত ইয়াকুবের বাবা ইয়াসিন মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন। মামলার তদন্তের একপর্যায়ে গ্রেপ্তার হন আবদুর রহমান। তিনি এই হত্যাকাণ্ডে তিনজন জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। আদালতে ১৬ জন সাক্ষী সাক্ষ্য দেন। মামলার শুনানি শেষে বিচারক আজ দুই আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।