সিংড়ায় বসতঘরে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু

অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিক্রমপুর দক্ষিণপাড়া গ্রামে আজ বুধবার ভোরে বসতঘরে আগুন লেগে আবু মোতালেব ওরফে সাগর (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আবু বক্কর সিদ্দীকির ছেলে।

সিংড়া থানা সূত্রে জানা যায়, আজ ভোররাত তিনটার দিকে বিক্রমপুর দক্ষিণপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দীকির বসতঘরে আগুন লাগে। আগুনে ঘরে ঘুমিয়ে থাকা আবু মোতালেব পুড়ে মারা যায়। খবর পেয়ে সিংড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন এবং সাগরের লাশ উদ্ধার করেন। পরে সিংড়া থানার পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আবু বক্কর সিদ্দীকি থানায় অপমৃত্যুর সংবাদ জানিয়ে একটি লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আবু বক্কর সিদ্দীকি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত হয়।

সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল হোসেন জানান, নিহত সাগরের বাবার আবেদনের ভিত্তিতে থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।