সাতক্ষীরায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন দুই বৃদ্ধের মৃত্যু
জ্বর, শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় ও সোমবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাঁরা মারা যান। এ পর্যন্ত জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১১৭ জন। তাঁদের মধ্যে নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১৬ জন।
মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটা গ্রামের ইছাহাক আলী (৭০) ও সাতক্ষীরা সদর উপজেলার কামানবায়সা হঠাৎগঞ্জ গ্রামের আকের আলী (৬৭)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ইছাহাক আলী রোববার সকাল নয়টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির পর সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান। রফিকুল ইসলাম আরও জানান, জ্বর, শ্বাসকষ্টসহ হৃদরোগ নিয়ে ১৮ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হন আকের আলী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে আটটার দিকে তিনিও মারা যান।
তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম আরও জানান, মৃত দুই ব্যক্তির করোনা ছিল কি না, তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। জেলায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ১১৭ জন। মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৬ জনের।