২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সাতক্ষীরায় আবার বেড়েছে করোনা শনাক্তের হার, মারা গেছেন তিনজন

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই নারীসহ মারা গেছেন তিনজন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৬। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫০ জন।

করোনাভাইরাস।
প্রতীকী ছবি

লকডাউনের ১১তম দিন চলছে। কিন্তু করোনা সংক্রমণের হার কমছে না। সাতক্ষীরা জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের হার বেড়ে হয়েছে ৪৯ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় এ হার ছিল ৪৭ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই নারীসহ মারা গেছেন তিনজন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৬। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫০ জন। গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, জেলায় এ পর্যন্ত ১০ হাজার ৮৩৩ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ২ হাজার ৫১১ জনের। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে ৩৮ জন করোনা পজিটিভসহ ৭৪১ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

সকালে সাতক্ষীরা শহরে ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ, যাতে মানুষ কোনোভাবেই চলাচল করতে না পারে। তারপরও শহরে ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেল, ছোট পিকআপ চলছে।

জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, লকডাউন না মেনে বাইরে ঘোরাঘুরি বন্ধ করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০টি মামলায় ৭৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।