সাতক্ষীরা মেডিকেলে আরও পাঁচজনের মৃত্যু, লকডাউনের প্রভাব নেই
সীমান্ত জেলা সাতক্ষীরায় আজ লকডাউনের ২৬তম দিন চলছে। লকডাউন চলাকালে গণপরিবহন আর কিছু অফিস ছাড়া সবকিছু স্বাভাবিকভাবে চলছে। লকডাউনের কোনো প্রভাব এখানে নেই। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সংক্রমণের এক রোগীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় ৬৮ জন ও করোনার উপসর্গ নিয়ে ৩৩২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় জেলায় ১২০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩৩ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত ২৭ দশমিক ৫ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, এটি গত এক মাসে সর্বনিম্ন শনাক্তের হার। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ২৮ দশমিক ০২ শতাংশ।
সাতক্ষীরা নাগরিক আন্দোলনের মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, সাতক্ষীরায় চতুর্থ দফার লকডাউন চলছে। লকডাউনের ২৬তম দিনে মনে হচ্ছে, সবকিছু চলছে স্বাভাবিক নিয়মে। বাজারগুলোতে প্রচণ্ড ভিড়। অধিকাংশ দোকানপাটের একাংশ খোলা। তবে বিপণিকেন্দ্রগুলো বন্ধ আছে। রাস্তায় গণপরিবহন ছাড়া সব যানবাহন চলছে। পুলিশের টহল আগের মতো চোখে পড়ে না।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজন করোনা শনাক্ত হয়ে এবং চারজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় ৬৮ জন ও করোনার উপসর্গ নিয়ে ৩৩২ জনের মৃত্যু হয়েছে।
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা বলেন, ২৫০ শয্যা হাসপাতালে বর্তমানে ২৬ জন করোনা রোগীসহ ২৭৪ জন রোগী আছেন।