সাগরে ক্লিংকারবোঝাই লাইটার জাহাজডুবি
বঙ্গোপসাগরে ক্লিংকারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে ভাসানচরের অদূরে বঙ্গোপসাগরে ক্লিংকারবোঝাই লাইটার জাহাজটি ডুবে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মো. সেলিম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সূত্র জানায়, চট্টগ্রাম থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুরে যাওয়ার পথে জাহাজটি ডুবে যায়। দুর্ঘটনার পর জাহাজের ১৩ নাবিককে উদ্ধার করা হয়েছে।
জাহাজটিতে আনুমানিক ১ হাজার ৩০০ টন ক্লিংকার রয়েছে বলে জানা গেছে। জাহাজ ডুবে যাওয়ায় এই ক্লিংকার পানিতে ভিজে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মো. সেলিম প্রথম আলোকে বলেন, ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে মালিকপক্ষকে নোটিশ দেওয়া হচ্ছে।