সাংসদ দবিরুল ইসলামের করোনা শনাক্ত

ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলামের কয়েক দিন আগে করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ দেখা দেয়। ২১ আগস্ট তাঁর নমুনা সংগ্রহ করা হয়। রোববার জানা যায়, তিনি করোনা পজিটিভ।

সাংসদ দবিরুল ইসলাম
সংগৃহীত

ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর ও রানীশংকৈল উপজেলার আংশিক) আসনে আওয়ামী লীগের সাংসদ দবিরুল ইসলামের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। রোববার রাতে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে সাংসদের করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দেয়। ২১ আগস্ট সাংসদ দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। রোববার রাতে ল্যাব থেকে জানানো হয়, তিনি করোনা পজিটিভ।

সাংসদের ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সাংসদ দবিরুল। করোনা শনাক্তের পর থেকে তাঁকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ভালো আছেন।

ঠাকুরগাঁও জেলায় রোববার পর্যন্ত ৮১০ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪৩৬ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১৪ জন।