সরিষাবাড়ীতে ট্রাক খাদে পড়ে নিহত ১
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিলবালিয়া এলাকায় আজ শুক্রবার ভোরে বাঁশভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের আরোহী কাউছার উদ্দিন (১৮) ঘটনাস্থলে নিহত হন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের রাজার মোড় থেকে বাঁশভর্তি একটি ট্রাক ভোরে নরসিংদীতে রওনা দেয়। বাঁশভর্তি ট্রাকটি বিলবালিয়া এলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা আরোহী কাউছার উদ্দিন ট্রাকের নিচে চাপা পড়েন। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত কাউছারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কাউছারকে কর্তব্যরত চিকিৎসক শাহেদুর রহমান মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ট্রাকের চালক পলাতক।
নিহত কাউছার নরসিংদীর মনোহরদী উপজেলার মণ্ডালিয়া গ্রামের সবুজ মিয়ার ছেলে। মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, ট্রাক খাদে পড়েছে শুনে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়।
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে গুরুতর আহত কাউছারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।