সরকারি চাল পাচারকালে জব্দ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে ৪৫০ কেজি চাল জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত ৯টায় এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান খান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বদলপুর এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের জন্য একটি পরিবহনে ওঠানো হচ্ছিল। এমন খবর পেয়ে ইউএনও মো. মতিউর রহমান খান রাত ৯টার দিকে ঘটনাস্থলে যান। ইউএনওর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যান। পরে ইউএনও ৪৫০ কেজি চাল জব্দ করেন।
ইউএনও মতিউর রহমান বলেন, এসব চাল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির, যা অবৈধভাবে পাচারের চেষ্টা চলছিল। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা গাজী মাযহারুল আনোয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুসেনঞ্জিত চৌধুরীকে এ ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।