সবকিছুর আগে নিজের মাতৃভাষা চর্চার ওপর গুরুত্ব দিতে হবে: সৈয়দ মনজুরুল
লেখক ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেছেন, কোনো জাতিই অন্য ভাষায় শিক্ষা গ্রহণ করে বা গবেষণা করে বেশি দূর এগোতে পারে না। জাতি হিসেবে যারা পৃথিবীতে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছে, তারা প্রথমে মাতৃভাষায় কাজটি করেছে। এরপর যখন জ্ঞান ও বুদ্ধির একটি সম্পদ সৃষ্টি হয়েছে, তখন তারা তা বিতরণের জন্য অন্য ভাষার সহায়তা নিয়েছে। তাই সবকিছুর আগে নিজের মাতৃভাষার চর্চার ওপর গুরুত্ব দিতে হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সোমবার বেলা ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় সৈয়দ মনজুরুল ইসলাম এ কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল মাধ্যমে যোগ দেন তিনি। অতিথি হিসেবে যোগ দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ভার্চ্যুয়াল মাধ্যমে এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় উপাচার্য ছাদেকুল আরেফিন বলেন, মাতৃভাষাকে সম্মান জানাতে না পারলে, হৃদয়ে ধারণ করতে না পারলে কখনো জাতি হিসেবে কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না। এমন নজির নেই। বাংলাকে সমৃদ্ধ ভাষা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই ভাষার জন্য বাঙালি রক্ত দিয়েছে। তাই এই ভাষার প্রতি মমত্ব, দরদ মায়ের মতোই প্রবল ও প্রখর। আমাদের সব ক্ষেত্রে মাতৃভাষার চর্চা, শুদ্ধভাবে বাংলা লেখা, উচ্চারণ, এ ভাষার সাহিত্য-সংস্কৃতি নিয়ে গবেষণা এবং একে ছড়িয়ে দেওয়া জাতি হিসেবে প্রত্যেক নাগরিকের দায়িত্ব।’
শিক্ষক সমিতির সভাপতি মো. আবদুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন কলা ও মানবিক অনুষদের ডিন মো. মুহসিন উদ্দীন। সভাটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী।
এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ৯টায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে উপাচার্যের নেতৃত্বে প্রভাতফেরি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।