সন্দ্বীপে ঝড়ের কবলে পড়ে স্পিডবোটডুবি, একজনের মৃত্যু
চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলে ঝড়ের কবলে পড়ে স্পিডবোট ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই কিশোরীর নাম-পরিচয় জানা যায়নি। কিশোরীর লাশ সন্দ্বীপের একটি বেসরকারি হাসপাতালে রাখা আছে। কিশোরীর মৃত্যুর খবরের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম।
উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন, ২০ জনের মতো যাত্রী নিয়ে স্পিডবোট সন্দ্বীপ থেকে সীতাকুণ্ডের কুমিরা ঘাটের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় কালবৈশাখী শুরু হয়। স্পিডবোটটি তখন উল্টে ডুবে যায়। এতে কিশোরীর মৃত্যু হয়।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা প্রথম আলোকে বলেন, ঝড়ের কবলে পড়ে উপকূলে স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
স্বর্ণদ্বীপ হাসপাতালের ব্যবস্থাপক আকবর হোসেন প্রথম আলোকে বলেন, স্পিডবোটডুবির ঘটনায় উদ্ধারকারীরা এক কিশোরীকে হাসপাতালে আনেন। পরে জরুরি বিভাগের চিকিৎসক ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন।