সখীপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে ম্যারাথনের আয়োজন
মুক্তিযুদ্ধের সময় কাদেরিয়া বাহিনীর সেনানিবাস ছিল টাঙ্গাইলের সখীপুর উপজেলার কোকিলা পাবর এলাকায়। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সেই কোকিলা পাবর স্মৃতিসৌধ এলাকায় আজ বৃহস্পতিবার ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকাল পৌনে সাতটায় এ প্রতিযোগিতা শুরু হয়।
দেশের বিভিন্ন জেলা ও উপজেলার দেড় শতাধিক দৌড়বিদ ১০ কিলোমিটারের এ ম্যারাথনে অংশ নেন। এর মধ্যে ২৫ নারী দৌড়বিদ আছেন। দৌড় প্রতিযোগিতা শুরু হওয়ার আগে অংশগ্রহণকারীরা বিভিন্ন শারীরিক কসরত করেন।
বঙ্গবন্ধুর জন্মদিনকে উৎসবমুখর করতে বাসাইল-সখীপুর রানার্স গ্রুপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য-গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য আতাউল মাহমুদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আজ সকাল সাড়ে ছয়টায় আতাউল মাহমুদ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম, সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পৌনে সাতটার দিকে কোকিলা পাবর থেকে ম্যারাথন শুরু হয়ে উপজেলার আমতৈল বাজার ঘুরে আবার কোকিলা পাবর এলাকায় এসে শেষ হয়।
সকাল ১০টায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সাবেক সভাপতি কুতুব উদ্দিন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুহানিফ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পাবনার আসিফ বিশ্বাস, দ্বিতীয় খুলনার এলাহি সাজ্জাত এবং তৃতীয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলামিন হোসাইন। নারীদের মধ্যে প্রথম সামিয়া আক্তার, দ্বিতীয় রিয়া আক্তার ও তৃতীয় হয়েছেন নাসরিন বেগম।