শ্রীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে গণজাগরণ মঞ্চের নেতা গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইন
প্রতীকী ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুরের শ্রীপুরে গণজাগরণ মঞ্চের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে শ্রীপুর থানা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা রিপন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪৮)। তিনি শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি ছাপিলাপাড়া গ্রামের সুলতান উদ্দীনের ছেলে। তিনি গণজাগরণ মঞ্চের শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক।

২২ দিন পলাতক থাকার পর আনোয়ার হোসেন গ্রেপ্তার হলেন।

আনোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন হালিম পালোয়ান নামের এক ব্যক্তি। তিনি গত ৫ সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া আনোয়ার হোসেনের একটি স্ট্যাটাসের জেরে ১০ অক্টোবর শ্রীপুর থানায় মামলাটি করেন। ২২ দিন পলাতক থাকার পর আনোয়ার হোসেন গ্রেপ্তার হলেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর আনোয়ার হোসেন তাঁর নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্টে হালিম পালোয়ান ও স্থানীয় সাংসদের বিষয়ে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করেছেন।