শ্রমিকদের মারামারিতে ৩ দিন ধরে বন্ধ বাস চলাচল, বিপাকে যাত্রীরা

সাতক্ষীরা জেলার মানচিত্র

শ্রমিকদের মধ্যে মারামারির জেরে তিন দিন ধরে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে ওই সড়ক দিয়ে চলাচল করা সাধারণ যাত্রীরা।

একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, কালীগঞ্জ ও সাতক্ষীরার বাস শ্রমিকদের মধ্যে গত বৃহস্পতি ও শুক্রবার দুই দফায় মারামারি হয়। এরপর কালীগঞ্জের শ্রমিকদের বাধার কারণে শুক্রবার দুপুর থেকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বাস সাইড দেওয়া নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরা শ্রমিক ইউনিয়নের এক শ্রমিককে কালীগঞ্জ শ্রমিক ইউনিয়নের কয়েকজন মারধর করেন। এ ঘটনায় কালীগঞ্জ শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদের অনুরোধ করা হয়, যেসব শ্রমিক মারধরের ঘটনায় জড়িত, তাঁরা যেন সাতক্ষীরায় না আসেন। এরপরও তাঁরা শুক্রবার সকালে বাস নিয়ে সাতক্ষীরায় আসেন। এ সময় সাতক্ষীরার শ্রমিকেরা তাঁদের লাঞ্ছিত করেন। পরে তাঁরা কালীগঞ্জে ফিরে গিয়ে সাতক্ষীরা টার্মিনালের বাসগুলো খালি পাঠিয়ে দেন। এরপর থেকে ওই রুটে দুই টার্মিনালের শ্রমিকেরাই বাস চলাচল বন্ধ রাখেন।

এদিকে শুক্রবার দুপুর থেকে বাস চলাচল বন্ধ থাকার কারণে শ্যামনগর থেকে সাতক্ষীরা, খুলনা ও যশোরসহ বিভিন্ন এলাকার যাত্রীরা সমস্যায় পড়েন। কালীগঞ্জের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা অনিমা রানী মণ্ডল বলেন, আগে থেকে তিনি ঢাকায় যাওয়ার টিকিট করে রেখেছিলেন। আজ বিকেল চারটা সাতক্ষীরা থেকে তাঁর রওনা দেওয়ার কথা ছিল। বেলা দুইটার দিকে নলতায় এসে বাসের জন্য অপেক্ষা করছেন। ঘণ্টা পেরিয়ে গেলেও কালীগঞ্জের দিক থেকে কোনো যাত্রীবাহী বাস আসছিল না। বেলা পৌনে তিনটার আগে তিনি জানতে পারেন, বাস চলাচল তিন দিন ধরে বন্ধ রয়েছে। এরপর সাতক্ষীরায় চারটার বাস ধরার জন্য তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলে রওনা দেন।

কালীগঞ্জ মৌতলা গ্রামের আমিনুল কাজী বলেন, আজ তাঁর স্ত্রীকে খুলনায় চিকিৎসকের কাছে নেওয়ার কথা ছিল। এ জন্য তিনি ইঞ্জিনচালিত ভ্যানে করে কালীগঞ্জ বাস টার্মিনালে আসেন। এরপর শোনেন, বাস চলাচল করছে না। বাধ্য হয়ে স্ত্রীকে নিয়ে আবার বাড়ি ফিরে আসেন।

এ বিষয়ে কথা হয় কালীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তাহেরের সঙ্গে। তিনি বলেন, গত বৃহস্পতিবার শ্রমিকদের মধ্যে ঝামেলা হওয়ার কারণে শুক্রবার থেকে তাঁরা বাস ছাড়ছেন না। বিষয়টি সমাধানে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগের সভাপতি রবিউল ইসলাম আগামীকাল সোমবার বিকেলে সাতক্ষীরার আলীপুর ট্রাক টার্মিনালে দুই পক্ষকে নিয়ে বসবেন।

আর সাতক্ষীরা বাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম জানান, বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে।