শেরপুরে ট্রলি ধানখেতে, মালের চাপায় চালক নিহত
শেরপুরের শ্রীবরদীতে কুড়াবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ধানখেতে পড়ে যায়। এতে চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মো. ফকির মিয়া (৪০)। তিনি শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামের আতিকুর রহমানের ছেলে। গতকাল রোববার রাতে শেরপুর-শ্রীবরদী সড়কের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে জামালপুরের বকশীগঞ্জ থেকে কুড়াবোঝাই করে শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি শেরপুর আসার পথে কুড়িকাহনিয়া এলাকায় ট্রলিচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রলিটি সড়কের পার্শ্ববর্তী একটি ধানখেতে পড়ে যায় এবং কুড়ার বস্তার চাপায় ট্রলিচালক ফকির মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় কেউ মামলা করেননি। তবে পরিবারের আবেদনক্রমে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।