শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় বিআইডব্লিউটিএর নিয়ন্ত্রণকক্ষ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমএল আশ্রাফ উদ্দিন ডোবার ঘটনায় জরুরি যোগাযোগের জন্য নিয়ন্ত্রণকক্ষ খুলেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আজ রোববার বিকেলে বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ের ষষ্ঠ তলার ৬১৭ নম্বর কক্ষ থেকে এই নিয়ন্ত্রণকক্ষ পরিচালিত হবে। নিয়ন্ত্রণকক্ষের হটলাইন নম্বর ১৬১১৩, টেলিফোন ৮৮০২২২৩৩৫২৩০৬ এবং মুঠোফোন নম্বর ৮৮০১৯৫৮৬৫৮২১৩।
আজ বেলা দুইটার দিকে নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে যাত্রীবাহী লঞ্চটি মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয় সিটি গ্রুপের মালিকানাধীন মালবাহী জাহাজ রূপসী-৯। এতে লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
দুর্ঘটনার পর সাঁতরে তীরে ওঠা মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, রূপসী-৯ নামের কার্গোটি তাঁদের লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কার পর অন্তত ৫০ মিটার দূরে গিয়ে লঞ্চটি ডুবে যায়। এ সময় লঞ্চে অন্তত ৪০ যাত্রী ছিলেন বলে তিনি ধারণা করছেন।
নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বলেন, বেলা দুইটার দিকে টার্মিনাল থেকে যাত্রীবাহী লঞ্চটি মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয় সিটি গ্রুপের মালিকানাধীন রূপসী-৯ কার্গো। এতে লঞ্চটি ডুবে যায়।