শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি আজ সোমবার ভোরে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় উদ্ধার করে নদীর পাড়ে রাখে
ছবি: দিনার মাহমুদ

শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ সোমবার সকাল ছয়টা থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ আছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

চাঁদপুর নৌবন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব কটি লঞ্চে নানা ত্রুটি আছে। এসব লঞ্চ পরীক্ষা-নিরীক্ষার পর বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, কখন কোন লঞ্চটি চলবে।

চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের লঞ্চঘাটের সুপারভাইজার রুহুল আমিন বলেন, শীতলক্ষ্যা নদীতে লঞ্চ দুর্ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আজ এই রুটের ১৩টি লঞ্চ চলাচল করেনি। এতে যাত্রীরা সমস্যার মধ্যে পড়েন। বিকল্প হিসেবে অনেকেই সড়ক পথে রওনা হন।

আরও পড়ুন
আরও পড়ুন