শিয়াল মারার ফাঁদে খামারমালিকের মৃত্যু
রাজশাহীর বাগমারায় শিয়াল তাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোলট্রি খামারমালিকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম হোসেন আলী সরকার (৫৯)। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ইসলাবাড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন আলী ও তাঁর ছেলে বাড়ির পাশে পোলট্রি খামার তৈরি করে ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি শিয়ালের উৎপাত বেড়ে যায়। খামারে প্রায়ই শিয়াল আক্রমণ করে। শিয়াল থেকে রক্ষার জন্য খামারের চারপাশে তার দিয়ে ঘিরে রাতে বিদ্যুৎ–সংযোগ দিয়ে রাখেন। প্রতিদিনের মতো গতকাল শনিবার রাতেও তারে বিদ্যুৎ–সংযোগ দিয়ে বাড়িতে চলে যান। আজ রোববার সকালে তিনি খামারে মুরগির খাবার দেওয়ার জন্য আসেন। দরজা খুলতেই অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে লোকজন টের পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
বাগমারা থানার উপপরিদর্শক রিপন কুমার প্রথম আলোকে বলেন, পোলট্রি খামারের দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে থানায় দায়ের করা অপমৃত্যুর মামলায় উল্লেখ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে।