লৌহজংয়ে ৬৪০ কেজি জাটকা জব্দ, সুবিধাবঞ্চিতদের মধ্যে বিতরণ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাওয়া মৎস্য আড়ত থেকে ৬৪০ কেজি (১৬ মণ) জাটকা জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও নৌ–পুলিশ। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে মালিকবিহীন অবস্থায় এসব জাটকা উদ্ধার করা হয়।
এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে একই স্থান থেকে ১ হাজার ২৪০ কেজি, অর্থাৎ ৩১ মণ জাটকা জব্দ করল উপজেলা মৎস্য অফিস ও নৌ–পুলিশ।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ওই আড়তে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬৪০ কেজি জাটকা জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য দুই লাখ টাকা। পরে জব্দ করা জাটকাগুলো স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও গরিব ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু তাহের মিয়া প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া এসব জাটকা বরিশাল, চাঁদপুর ও শরীয়তপুর থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশের ইলিশ রক্ষা করতে প্রতিদিন নদীতে অভিযান চলছে। নিজেদের স্বার্থেই জেলেদের জাটকা ধরা থেকে বিরত থাকতে হবে।