লাফিয়ে ট্রলিতে উঠতে গিয়ে চাকার নিচে পড়ল শিশু লিয়ন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বালু পরিবহনের ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ধরলা নদীর পাড়ে পাটগ্রাম-ধবলসূতী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম লিয়ন ইসলাম (১২)। সে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসূতী গ্রামের দিনমজুর খাইরুল ইসলামের ছেলে। লিয়ন পেদীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও থানা–পুলিশ জানায়, আজ সকালে লিয়ন তার বাড়ির সামনের সড়কে খেলছিল। এ সময় পাটগ্রাম–ধবলসূতী আঞ্চলিক সড়ক দিয়ে বালু পরিবহনের একটি খালি ট্রলি যাচ্ছিল। লিয়ন দৌড়ে গিয়ে লাফিয়ে চলন্ত ট্রলিতে ওঠার চেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত ট্রলি থেকে ছিটকে পড়ে ট্রলির চাকার নিচে চলে যায় সে। পরে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় লিয়ন।
পাটগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রাবিউল ইসলাম বলেন, খেলাধুলার একপর্যায়ে লিয়ন ইসলাম নামের ওই শিশু ট্রলির চাপায় মারা গেছে। স্কুলপড়ুয়া ওই ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।