রামগড়ে মেয়র হচ্ছেন আ.লীগের প্রার্থী
খাগড়াছড়ির রামগড় পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হওয়ার পথে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল আলম কামাল। আজ রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আর কেউ মনোনয়ন দাখিল না করায় তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী থাকছে না।
রামগড় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে শামীম মাহমুদও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হচ্ছেন।
বিএনপির প্রভাবশালী নেতা সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার গ্রামের বাড়ি রামগড়ে। এবার তাঁরও কোনো প্রার্থী নেই। এ ছাড়া বিগত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়া কাজী মো. শাহজাহান রিপন এবারও দলীয় মনোনয়ন পাননি। ফলে তিনিও প্রার্থী হননি।
আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিপুল উৎসাহ–উদ্দীপনায় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুর ১২টায় আওয়ামী লীগের প্রার্থী রফিকুল আলম কামাল বিপুলসংখ্যক নেতা–কর্মী ও সমর্থকক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। মনোনয়নপত্র জমাদানের সময় সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে এম আলীম উল্লাহ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা আওয়ামী লীগ সদস্য তাপস ত্রিপুরা, পাহাড়ি নেতা মংপ্রু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র গ্রহণ করেন রামগড় পৌরসভার রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান। তিনি জানান, মেয়র পদে ১ জন ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ অক্টোবর, ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু। ভোট গ্রহণ হবে আগামী ২ নভেম্বর।