রাজশাহীতে আরেক সাংবাদিক করোনায় সংক্রমিত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

রাজশাহীতে আরেকজন সাংবাদিকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি মোহনা টেলিভিশনের রাজশাহীর ব্যুরো প্রধান ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান (৪৫)। আজ সোমবার রাতে রাজশাহী মেডিকেলের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে।

মেহেদী হাসান জানান, গত দুই দিন তাঁর জ্বর ছিল। তারপর তিনি সুস্থ হয়ে যান। তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ এসেছে। তবে শারীরিক ও মানসিকভাবে তিনি সুস্থ আছেন। তিনি বর্তমানে রাজশাহী নগরের বিনোদপুর এলাকায় তাঁর ভাড়া বাসায় আইসোলেশনে রয়েছেন। যেহেতু পরিবারের সদস্যদের সঙ্গে তিনি মিশেছেন। তাই তাঁদের নমুনা পরীক্ষা করা হবে।

এর আগে গত ৯ জুন রাজশাহীতে এসএ টিভির ক্যামেরাপারসন আবু সাঈদের (৩৫) করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন। তিনিই সাংবাদিক হিসেবে রাজশাহীতে প্রথম আক্রান্ত হন।

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাব সূত্রে জানা গেছে, আজ নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার মোট ১২ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে মোহনপুর উপজেলার ১০ জন ও রাজশাহী নগরের ২ জন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী নগর ও জেলায় নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮। এর মধ্যে নগরের রয়েছেন ৪৭ জন। গতকাল রোববার পর্যন্ত নগর ও জেলায় সুস্থ হয়েছেন ৩৩ জন। আর মারা গেছেন তিনজন।