রাজশাহীতে আরও ১০ জনের কোভিড শনাক্ত
রাজশাহীতে কর কমিশনের ব্যক্তিগত সহকারীসহ আরও ১০ জনের মধ্যে কোভিড-১৯ (করোনাভাইরাস) শনাক্ত হয়েছে। এই ১০ জনের মধ্যে নগরের ৭ জন রয়েছেন। আজ শুক্রবার সকালে রাজশাহী সিভিল সার্জন মোহা. এনামুল হক এ তথ্য জানান।
সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার রাজশাহীর দুটি ল্যাবে পরীক্ষায় জেলার মোট ১০ জনের মধ্যে কোভিড শনাক্ত হয়েছে। এর মধ্যে কর কমিশনারের একজন ব্যক্তিগত সহকারীসহ রাজশাহী নগরের সাতজন রয়েছেন। রাজশাহী জেলার মধ্যে চারঘাট, বাগমারা ও দুর্গাপুরের তিনজনের কোভিড শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন জানান, রাজশাহীতে প্রথম কোভিড শনাক্ত হয় গত ১২ এপ্রিল। গতকাল পর্যন্ত রাজশাহী নগর ও জেলা মিলিয়ে মোট শনাক্ত হয়েছেন ১১৬ জন। এর মধ্যে মারা গেছেন ৩ জন এবং সুস্থ হয়েছেন ৩৩ জন।