রাজবাড়ীতে মোটরসাইকেল আরোহী নিহত
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কালারদোয়াল এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম শাহাবুল মণ্ডল (২৭)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উসমানপুর গ্রামের বাসিন্দা।
পাংশা হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাবুল পেশায় পোশাকশ্রমিক। মোটরসাইকেল নিয়ে তিনি ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন। পথে গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, রাত ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। তাঁর লাশ সড়কের ওপর পড়ে ছিল। খবর পেয়ে শাহাবুলের লাশ উদ্ধার করে পুলিশ।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, নিহত শাহাবুলের পরিবার এ বিষয়ে মামলা করতে রাজি হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে স্বজনদের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।