রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন
সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্থায়ীভাবে বরখাস্ত করার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন স্থগিত করা হয়েছে। মুঠোফোনে শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ শনিবার দুপুরে তাঁরা আন্দোলন স্থগিত করেন।
আজ দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের তিন মুখপাত্র নাজমুল হাসান, শামীম হোসেন ও আবু জাফর হোসাইন সাংবাদিকদের জানান, আজ সকাল আটটার দিকে শিক্ষার্থীরা মুঠোফোনে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী তাঁদের আন্দোলন বন্ধ করার আহ্বান জানান। তাঁর ওপর আস্থা রাখতে বলেন। পরে শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেন। তবে দাবি না মানা হলে আবার আন্দোলনে যাওয়ার কথা জানান তাঁরা।
গত ২৬ সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ এনে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। তাঁকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে অপসারণের এক দফা দাবিতে গতকাল শুক্রবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।