যাত্রী পরিবহন করা ট্রাক ঘুরিয়ে দিচ্ছে পুলিশ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা হাইওয়ে পুলিশ যাত্রী পরিবহন করা ট্রাকগুলোকে ঘুরিয়ে দিচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী অন্তত ১০টি ট্রাক তাঁরা ঘুরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন কুমিরা হাইওয়ে পুলিশ পরিদর্শক সাইদুল ইসলাম।
সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুধু সেবাদানকারী প্রতিষ্ঠানের গাড়ি ও মালবাহী গাড়ি ছাড়া সব ধরনের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। আজ ভোরে সীতাকুণ্ডের নূনাছড়া এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়েছে। ঢাকামুখী দুটি ট্রাকে ৬০ জন যাত্রী পরিবহন করা হচ্ছিল। যাত্রীরা ট্রাকে রাখা মালামালের ওপর বসা ছিলেন।ট্রাক দুটিকে ঘুরিয়ে চট্টগ্রামের দিকে পাঠানো হয়। এ ধরণের ১০টি ট্রাক ঘুরিয়ে দেওয়া হয়।
পুলিশ পরিদর্শক সাইদুল ইসলাম আরও বলেন, চট্টগ্রামমুখী কোনো ট্রাকে সেভাবে যাত্রী দেখা যায়নি। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত হাইওয়ে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে সুনির্দিষ্টভাবে ১৪ এপ্রিল পর্যন্ত দুটি স্থানে তল্লাশি চৌকি থাকবে। তিনি জানান, যাত্রী চলাচল বন্ধ ছাড়াও তাঁরা করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামুলক লিফলেট বিতরণ করছেন।