যশোরে হত্যাচেষ্টা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

যশোর শহরে আফজাল হোসেন (৩৫) নামের এক নির্মাণশ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত আটটার দিকে শহরের নাজির শংকরপুর চাতালের মোড় এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

আফজাল হোসেন নাজির শংকরপুর চাতালের মোড় এলাকার সোলেমান হোসেনের ছেলে। তিনি ইমারত নির্মাণশ্রমিক ছিলেন। আফজাল হত্যাচেষ্টা মামলাসহ অন্তত ১২টি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, আফজাল কাজ শেষ করে রাত ৮টার দিকে বাড়িতে ফিরছিলেন। এ সময় শংকরপুর চাতালের মোড়ে পৌঁছালে ইজিবাইকে চড়ে কয়েকজন সেখানে গিয়ে অতর্কিত তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আফজালের ভাই মো. উজ্জ্বল সাংবাদিকদের বলেন, যশোর শহরের কোল্ডস্টোর এলাকার মো. সুজন ওরফে ট্যারা সুজনের নেতৃত্বে কয়েকজন রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আফজালকে হত্যা করেন। তাঁদের সবার হাতে রামদা, চায়নিজ কুড়ালসহ আরও অনেক অস্ত্র ছিল। হামলার পর তাঁরা কয়েকজন এগিয়ে গেলে হামলাকারীরা বোমা বিস্ফোরণ ঘটায়। চলে যাওয়ার সময় ফাঁকা গুলিও ছোড়ে।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বছরখানেক আগে আফজাল একই এলাকার সুজনকে কুপিয়ে জখম করেন। ওই ঘটনায় সুজন হত্যাচেষ্টার একটি মামলা করেন। ওই মামলার আসামি ছিলেন আফজাল। সুজন প্রতিশোধ নিতেই আফজালকে কুপিয়ে ফেলে রেখে যান। সুজন ও আফজাল দুজনই এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। দুজনের বিরুদ্ধেই থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।