যশোরে আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ আংশিক কমিটি পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত

যশোর জেলার মানচিত্র

যশোর জেলা আওয়ামী লীগের অধীন নয়টি মেয়াদোত্তীর্ণ আংশিক কমিটি ছিল। এর মধ্যে কোনোটি ৪ বছর, কোনোটি ৫ বছর আবার কোনোটি ৯ বছর আগে গঠন করা হয়েছে। এসব আংশিক কমিটি এখন পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। রোববার বিকেলে যশোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্ধিত সভার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুদ্দৌলা সরদার বলেন, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্র থেকে জেলায় একটি চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারির মধ্যে উপজেলা ও পৌরসভার অসম্পূর্ণ কমিটি পূর্ণাঙ্গ করে তালিকা কেন্দ্র ও জেলা কমিটির দপ্তর সম্পাদকের কাছে জমা দিতে হবে। এ কারণে অনেকটা তড়িঘড়ি করে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকা হয়। সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যশোরের ৯টি ইউনিটের আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে তালিকা কেন্দ্রে পাঠাতে হবে।

দলীয় সূত্রে জানা গেছে, তিন বছর মেয়াদি নয়টি ইউনিটের মধ্যে কেশবপুর, মণিরামপুর, শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার আংশিক কমিটি ২০১৩ ও ২০১৪ সালে এবং যশোর সদর, যশোর পৌর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলার আংশিক কমিটি ২০১৮ ও ২০১৯ সালে গঠন করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব কমিটি পূর্ণাঙ্গ রূপ পায়নি। যে কারণে আওয়ামী লীগের তৃণমূলের নেতা–কর্মীরা দলীয় পদ-পদবি পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।

মেয়াদোত্তীর্ণ আংশিক কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়ে জানতে চাইলে দপ্তর সম্পাদক মুজিবুদ্দৌলা সরদার বলেন, বর্ধিত সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ১৫ দিনের জন্য হলেও আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে প্রকাশ করা হবে। এতে উপজেলা পর্যায়ের অন্তত ৭৫ নেতা-কর্মী সারা জীবন নিজেদের দলীয় পরিচয় বলার সুযোগ পাবেন। এ চিন্তা থেকেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার বিকেল চারটায় যশোর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সভাকক্ষে সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাংসদ শাহীন চাকলাদার, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাংসদ শেখ আফিল উদ্দীন ও মো. নাসির উদ্দীন, সাবেক সাংসদ ও যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, যশোর পৌরসভার মেয়র ও সহসভাপতি হায়দার গণি খান, আবদুল মজিদ ও হুমায়ুন কবীর, যুগ্ম সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম খান, দপ্তর সম্পাদক মুজিবুদ্দৌলা সরদার প্রমুখ।