ময়মনসিংহে ককটেল বিস্ফোরণের মামলা, মার্কেটমালিকসহ আসামি ৩৫
ময়মনসিংহে হারুন টাওয়ারের সামনে মানববন্ধনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন একজন ব্যবসায়ী। পুলিশ ইতিমধ্যে ওই বিপণিবিতানের মালিক ছাড়া এজাহারভুক্ত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।
হারুন টাওয়ারের অবস্থান ময়মনসিংহ নগরের সি কে ঘোষ রোডে। বৃহস্পতিবার দুপুরে এই বিপণিবিতানে দোকান থাকা ব্যবসায়ীরা মানববন্ধন করেন। ব্যবসায়ীদের দাবি, টাওয়ারের মালিক গোলাম আম্বিয়া ওরফে হারুন সম্প্রতি বিপণিবিতানের একজন ব্যবসায়ীকে মারধর করেন। এ ছাড়া তিনি ভাড়ার চুক্তির নিয়ম না মেনে ব্যবসায়ীদের উঠিয়ে দিতে নানা ফন্দি শুরু করেছেন। এর প্রতিবাদেই বৃহস্পতিবার দুপুরে টাওয়ারের সামনে মানববন্ধন করেন ব্যবসায়ীরা। কর্মসূচিস্থলের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। ব্যবসায়ীদের অভিযোগ, তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচি বিঘ্নিত করতে মার্কেটমালিক গোলাম আম্বিয়া ভাড়াটে লোকজন দিয়ে এ ঘটনা ঘটান।
ককটেল বিস্ফোরণের পরপরই পুলিশ হামলাকারী সন্দেহে ৩১ জনকে আটক করে। বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় মামলা করেন হারুন টাওয়ারের ব্যবসায়ী বিপুল সাহা। এতে আটক হওয়া ৩১জনসহ মোট ৩৫ জনকে আসামি করা হয়। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন টাওয়ারের মালিক গোলাম আম্বিয়াও। তিনি ধরাছোঁয়ার বাইরে থাকলেও শুক্রবার দুপুর পর্যন্ত মামলার বাকি তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হারুন টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস বলেন, ‘আমরা টাওয়ারের মালিক গোলাম আম্বিয়ার গ্রেপ্তার চাই। তাঁর হাতে ব্যবসায়ী নির্যাতনের বিচার দাবি করছি।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, টাওয়ারের মালিক গোলাম আম্বিয়াকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।