ময়মনসিংহে আরও ১০৭ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

ময়মনসিংহে নতুন করে আরও ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানায় সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে আজ রোববার পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩১৫ জন।

সিভিল সার্জন এ বি এম মসিউল আলম বলেন, নতুন করে শনাক্ত ১০৭ জনের মধ্যে ময়মনসিংহ সদরে ১০০, ভালুকায় ৩, ঈশ্বরগঞ্জে ২, গফরগাঁও ও ত্রিশালে ১ জন করে রয়েছেন। গতকাল ময়মনসিংহ জেলার ৪২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছিল।

জেলায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে সদর উপজেলায়। এখানে ৭৩১ জন শনাক্ত হয়েছেন। মোট শনাক্তের ৫৫ শতাংশই সদর উপজেলায়। এ ছাড়া ভালুকায় ১৮৮, ঈশ্বরগঞ্জে ৬৫, ত্রিশালে ৫৭, ধোবাউড়ায় ৪৭, গফরগাঁও ও ফুলপুরে ৪৬, মুক্তাগাছায় ৩৫ জন, নান্দাইলে ৩০, ফুলবাড়িয়ায় ২৬ জনসহ জেলার ১৩ উপজেলাতেই করোনা সংক্রমিত হয়েছে।

সিভিল সার্জন জানান, জেলায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ৯১০ জন আইসোলেশনে রয়েছেন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ৩৭৯ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার প্রায় ২৯ শতাংশ। এ ছাড়া ১০ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। জেলায় এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।