মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, মাদ্রাসাশিক্ষার্থী নিহত
শেরপুর সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মো. ফাহিম মিয়া (১৬) নামের এক মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার শেরপুর-ঝিনাইগাতী সড়কের তাতালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও এক শিক্ষার্থী আহত হয়েছে।
নিহত ফাহিম শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর গ্রামের মো. ফরুক মিয়ার ছেলে এবং সদর উপজেলার তাতালপুর দারুস সুন্নত ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর নাম মো. সজীব মিয়া (১৫)। সে ইন্দিলপুর গ্রামের মো. হাতেম আলীর ছেলে ও ফাহিমের সহপাঠী। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটি শেষে ফাহিম সহপাঠী সজীব মিয়াকে নিয়ে শ্রীবরদীর ইন্দিলপুরের গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে সদর উপজেলার তাতালপুর দারুস সুন্নত ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্দেশে আসছিল। মোটরসাইকেলটি চালাচ্ছিল ফাহিম। আজ সকাল ৯টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের তাতালপুর বাজার এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় মাথা ও কপালে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে ফাহিম মারা যায়, আর সজীব গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন সজীবকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সদর থানা-পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে যান।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়া প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত ছাড়াই নিহত ব্যক্তির লাশ হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।