মেঘনার স্রোতে ভেসে গেছেন এক জেলে
ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে চিংড়ির রেণু ধরতে গিয়ে স্রোতে ভেসে গেছেন মো. মঞ্জুরুল ইসলাম (৩০) নামের এক জেলে। বুধবার সকাল নয়টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ স্লুইসগেটসংলগ্ন পন্টুনের কাছে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মঞ্জুরুল ইসলাম উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কেয়ামুল্লাহ গ্রামের অজিউল্লার ছেলে। বিকেল সাড়ে চারটা পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি। তাঁর সন্ধানে কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে অভিযান অব্যাহত রেখেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীতে বাগদা-গলদা চিংড়ির রেণু শিকার করছিলেন মঞ্জুরুল। হঠাৎ মেঘনার প্রবল স্রোত তাঁকে ভাসিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান।
তজুমদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. কামাল ইসলাম বলেন, মেঘনায় জেলে নিখোঁজের খবর পেয়ে কোস্টগার্ড ও তাঁদের একটি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ডুবুরিরা তাঁকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছেন।