মেঘনা থেকে উদ্ধার হরিণশাবক চর উড়িলে অবমুক্ত
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জোয়ারের ঢেউয়ে মেঘনা নদীতে ভেসে যায় একটি হরিণশাবক। জেলেরা শাবকটি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। বন বিভাগ প্রাণী চিকিৎসকের সাহায্যে হরিণশাবককে সুস্থ করে তোলেন। এই ঘটনা গতকাল রোববার বিকেলের।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বনকর্মীরা ভোলার তজুমদ্দিন উপজেলার চর উড়িলে (বাসনভাঙার চর) শ্বাসমূলীয় বনে হরিণশাবকটি অবমুক্ত করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ভোলার উপকূলীয় বন বিভাগের শশীভূষণ বিটের (নার্সারি) ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চক্রবর্তী।
ভোলা উপকূলীয় বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, গতকাল দুপুরের দিকে বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাকিমউদ্দিন এলাকার মেঘনা নদীতে জেলেরা একটি হরিণকে ভাসতে দেখেন। পরে তাঁরা হরিণশাবকটিকে উদ্ধার করে স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) মো. মিজানুর রহমানের হাতে তুলে দেন। মিজানুর হরিণশাবকটি বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমীনের কাছে হস্তান্তর করেন। ওসি বন বিভাগে হরিণশাবকটি পাঠিয়ে দেন। বন বিভাগের প্রাণী চিকিৎসকের সাহায্যে সুস্থ করে আজ তজুমদ্দিন উপজেলার চর উড়িলে অবমুক্ত করা হয়েছে। হরিণশাবকটির বয়স প্রায় ৪ মাস। সম্ভবত এই উপজেলারই কোনো বন থেকে হরিণশাবকটি জোয়ারে ভেসে গেছে।
স্থানীয় জেলেরা জানিয়েছেন, অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে প্রায়ই হরিণ ভেসে যায়।