২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মুহিত ভাই ছিলেন আপাদমস্তক সৎ মানুষ

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মু‌হিতের স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন তাঁর ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। শুক্রবার বিকেলে সিলেট জেলা প‌রিষদের সম্মেলন কক্ষে
ছ‌বি: প্রথম আলো

সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের স্মৃতিচারণা করে তাঁর ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, মুহিত ভাই ছিলেন আপাদমস্তক সৎ মানুষ। আদর্শ থেকে কখনোই বিচ্যুত হননি। নীতি ও আদর্শের প্রশ্নে আপস করেননি।

শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আবুল মাল আবদুল মুহিতকে স্মরণ করে তাঁর কর্মময় জীবন নিয়ে আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় আবুল মাল আবদুল মুহিতকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তিনি ও তাঁর পরিবার প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ বলে মন্তব্য করেন মোমেন।

‘সম্মিলিত নাগরিক উদ্যোগ’-এর আয়োজনে স্মরণসভায় অংশ নেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মূল আলোচক ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন সম্মিলিত নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী। সংগঠনের সদস্যসচিব আহমেদ নূরের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও শিক্ষাবিদ আবুল ফতেহ ফাত্তাহ।

অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী মুহিতের স্মৃতিচারণা করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, নিজের দায়িত্বের জায়গা থেকে তিনি সব সময় দেশকে নিয়ে ভাবতেন। সবার জন্য চিন্তা করতেন। একই মন্ত্রণালয়ে তাঁর অধীনে কাজ করার সময় খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তাঁর মতো কর্মমুখর ও দূরদৃষ্টিসম্পন্ন আরেকজন খুঁজে পাওয়া কঠিন।

এ সময় ভাইয়ের স্মৃতিচারণা করে বক্তব্য দেন আবুল মাল আবদুল মুহিতের ছোট বোন শিপা হাফিজ। তিনি বলেন, ‘মুহিত ভাই যখন মন্ত্রিত্ব থেকে বিদায় নিলেন, তারপরও দেখেছি, মানুষ তাঁর কাছে এসে ভিড় করছেন। এ থেকে বোঝা যায়, তিনি মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছিলেন।’

অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিতকে স্মরণ করে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোর্শেদ আহমেদ চৌধুরী, নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ প্রমুখ।