মুঠোফোন খুঁজতে যমুনায় ঝাঁপ দিয়ে তরুণ নিখোঁজ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে পড়ে যাওয়া মুঠোফোন খুঁজতে নেমে এক তরুণ দুদিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর নাম তোজাম্মেল শেখ (২০)। তিনি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের হাটবাড়ি চরের বাসিন্দা।
দুর্গম ওই চরের বাসিন্দারা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে হাটবাড়ি চরের তীরবর্তী যমুনা নদীর ঘাটে বাঁধা একটি নৌকায় বসে মুঠোফোন নাড়াচাড়া করছিলেন তোজাম্মেল। এ সময় তাঁর হাত থেকে অসাবধানতাবশত মুঠোফোনটি নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তা খুঁজতে নদীতে ঝাঁপ দেন তোজাম্মেল। ডুব দিয়ে নদীর তলদেশ থেকে মুঠোফোন খুঁজে বের করার চেষ্টার একপর্যায়ে নদীর স্রোত ও ঘূর্ণাবর্তে পড়ে নিখোঁজ হন।
চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও তোজাম্মেলের প্রতিবেশী নজরুল ইসলাম বলেন, ঘাটের মাঝিমাল্লা থেকে শুরু করে স্থানীয় লোকজন নদীর ভাটিতে নিখোঁজ তোজাম্মেলের খোঁজ করেছেন। মঙ্গলবার পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মাসুদ পারভেজ আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, দুর্গম চরে যমুনা নদীতে একজন তরুণ নিখোঁজের খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দলকে ডাকা হয়েছে। তারা এসে উদ্ধার অভিযান শুরু করবে।