মাদারীপুরে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল আহত রংমিস্ত্রির
মাদারীপুরের রাজৈরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত জাহাঙ্গীর শেখ (৪৫) নামের এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জাহাঙ্গীর শেখ রাজৈর উপজেলার হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামের মৃত কালাচান শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে মহেন্দ্রদী গ্রামে একটি জমি দখলকে কেন্দ্র করে খলিল শিকদার ও ছত্তার শেখের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে ছত্তার শেখের সমর্থক জাহাঙ্গীরের অবস্থা গুরুতর হওয়ায় ঘটনার দিনই তাঁকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে গতকাল রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ব্যক্তির পরিবার এখনো থানায় অভিযোগ দেয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।